সীমান্তের এক কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ | ১:৫৬ অপরাহ্ণ

সীমান্তের  এক কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল কভারেজ বন্ধ রাখতে বলা হয়েছে সীমান্তে বাংলাদেশ অংশের এক কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধে অপারেটরদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রবিবার (২৯ ডিসেম্বর) রাতে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের উপপরিচালক মো. সোহেল রানা স্বাক্ষরিত চিঠিটি চারটি অপারেটরের কাছে পাঠানো হয়।
চিঠি পাওয়া মোবাইল অপারেটরগুলো হলো-গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের মোবাইল কভারেজ বন্ধ রাখতে বলা হয়েছে।

সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় এ চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান।

Development by: webnewsdesign.com