জগন্নাথপুরে এবার মাদ্রাসা থেকে স্কুল এগিয়ে

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ | ৭:২৭ অপরাহ্ণ

জগন্নাথপুরে এবার মাদ্রাসা থেকে স্কুল এগিয়ে

সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার পরীক্ষার ফলাফলে মাদ্রাসা থেকে স্কুল এগিয়ে রয়েছে। মঙ্গলবার জেএসসি, জেডিসি, পিএসপি ও ইবতেদায়ী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে এবার মাদ্রাসা থেকে স্কুল এগিয়ে আছে।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবার জগন্নাথপুর উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৮২৯ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৬৭৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৪.৫২ ভাগ এবং ২৫টি জিপিএ ৫ পেয়েছে। উপজেলার ১৮টি মাদ্রাসা থেকে ৮৭১ জন পরীক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে ৮০০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯১.৮৪ ভাগ হলেও জিপিএ ৫ নেই।
জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, এবার পিএসপি পরীক্ষায় উপজেলার ১৮৪টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪০১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৭৫৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৩.৫৫ ভাগ ও জিপিএ ৫ পেয়েছে ৮৯টি। এছাড়া ইবতেদায়ী পরীক্ষায় উপজেলার ২৮টি মাদ্রাসা থেকে ৬৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫২৩ উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৫.৮৫ ভাগ হলেও কোন জিপিএ ৫ নেই। তাই এবারের ফলাফলে মাদ্রাসা থেকে স্কুল এগিয়ে রয়েছে।

Development by: webnewsdesign.com