জামদানি : ঐতিহ্যের ধারক

সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ | ৩:৫৪ অপরাহ্ণ

জামদানি : ঐতিহ্যের ধারক

বর্তমানে বয়ন ধারায় জামদানি শাড়িতে সবচেয়ে বেশি আধিপত্য করলেও মোগল আমলে তা ব্যবহৃত হতো ‘আঙরাখা’ নামক বিশেষ পোশাক প্রস্তুতে। মূলত সেই সময়েই ইউরোপে জামদানির পৃষ্ঠপোষকতা শুরু হয়। পরে ইউরোপে গজ কাপড় হিসেবে জামদানি বুননের জনপ্রিয়তা বাড়তে থাকে। একসময় শুধু গজ কাপড় হিসেবে বোনা হলেও পরে তার জনপ্রিয়তা বাড়তে থাকে জামদানি শাড়িতে। জমদানি শাড়ি বিভিন্ন দামের আছে। এক হাজার টাকা থেকে শুরু করে ১৫-২০ হাজার টাকা দামেরও আছে। কাপড়ের বুনন আর ডিজাইনের ভিন্নতার কারণে দামের হেরফের হয়ে থাকে।

জামদানি বিভিন্ন শাড়ির দোকানেই পাওয়া যায়। তবুও জামদানি শাড়ির জন্য বিখ্যাত হলো সোনারগাঁওয়ের জামদানি পলস্নী, মিরপুরের বেনারসি পলস্নী, ধানমন্ডির হকার্স মার্কেট ইত্যাদি। বর্তমানে সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া এমনকি হোম টেক্সটাইলেও জামদানি জনপ্রিয়।

Development by: webnewsdesign.com