পুরনো পানির লাইনের স্থলে নতুন লাইন বসানো হবে

সিলেট নগরীতে স্থাপন হবে ‘পানি পরীক্ষাগার’

রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ | ২:৩২ অপরাহ্ণ

সিলেট নগরীতে স্থাপন হবে ‘পানি পরীক্ষাগার’

সিলেট নগরবাসী যে পানি খাচ্ছেন, তা কতোটুকু নিরাপদ, পানির গুনগতমান কতোটা রক্ষা পাচ্ছে, পানিতে কোনো ব্যাকটেরিয়া আছে কিনা, এসব যাচাই করতে সিলেট নগরীতে পানি পরীক্ষাগার (ওয়াটার ল্যাব) হবে। এমন তথ্য জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মেয়র জানান, পানি পরীক্ষার জন্য ল্যাব হবে নগরীতে। যে পানি সরবরাহ করা হচ্ছে, তাতে ব্যাকটেরিয়া বা জীবাণু আছে কিনা, তা পরীক্ষা করা হবে ল্যাবে।

সিলেট মহানগরীর বিভিন্ন উন্নয়ন কাজের জন্য এক হাজার ২২৮ কোটি টাকার প্রকল্প গত মঙ্গলবার একনেকে পাস হয়েছে। এই টাকা দিয়েই পানি পরীক্ষাগার হবে বলে জানিয়েছেন মেয়র।

আরিফ আরো জানান, নগরীতে পুরনো পানির লাইনের স্থলে নতুন লাইন বসানো হবে। পুরনোগুলো জোড়াতালি দিয়ে আর কাজ হচ্ছে না। এগুলো অনেক পুরনো।

Development by: webnewsdesign.com