যশোরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ৭

রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ | ১:২২ অপরাহ্ণ

যশোরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ৭

যশোর কোতয়ালি মডেল থানা, সাজিয়ালী পুলিশ ক্যাম্প, সদর পুলিশ ফাঁড়ি ও র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে মাত্র ৬ ঘন্টা ব্যবধানে যশোর কোতয়ালি মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩২ বোতল ফেনসিডিল ও ৩শ’ ৩২ পিস ইয়াবা উদ্ধার দেখিয়েছে। এ সময় মাদকদ্রব্য নিজ দখলে রাখার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার দেয়াড়া সরদার পাড়ার রমজান আলীর ছেলে সাইফুল ইসলাম,দেয়াড়া পূর্ব পাড়ার মৃত আজিজের ছেলে আজগর আলী, দত্তপাড়া বাজারের পাশের্^ আহাম্মদ আলীর ছেলে রাজু,বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত কৃষ্ণপুর গ্রামের গোলাম রসুল সরদারের ছেলে মহিদুল ইসলাম,যশোর শহরের টালী খোলা পাওয়ার হাউজ পাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে তরিকুল ইসলাম,সদর উপজেলার দেয়াড়া গ্রামের হাফিজুর রহমান ওরফে মন্টুর ছেলে রাজু আহম্মদ ও একই উপজেলার ডুমদিয়া গ্রামের মৃত মোসলেম বিশ^াসের ছেলে মিজানুর রহমান।

সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা জানান,শুক্রবার সন্ধ্যারাতে গোপন সূত্রে খবর পান সদর উপজেলা শ্যামনগর গ্রামস্থ চুড়ামনকাঠি টু চৌগাছা সড়কের বেলতলা মোড় নামকস্থানে রাব্বি চায়ের দোকানের সামনে ইয়াবা বিক্রেতারা ইয়াবা বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ( যশোর হ-১৫-৩৭৩৬) বাজাজ সিটি মোটর সাইকেল নিয়ে পালানোর সময় রাজু আহম্মেদ ও মিজানুর রহমানকে গ্রেফতার করে। পরে রাজু আহম্মেদের দখল হতে ৮০পিস ও মিজানুর রহমানের দখল হতে ৬০ পিস ইয়াবা,সদর পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ূম মুন্সী জানান,শুক্রবার সন্ধ্যারাতে গোপন সূত্রে খবর পান যশোর পালবাড়ী হতে আরবপুর গামী মেন্টর স্কুলের সামনে ইয়াবা কেনাবেচা করছে মাদক বিক্রেতারা। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৮ টায় সোখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর এক পর্যায় তরিকুল ইসলামকে ধরে ফেলে। পরে তার দখল হতে ৭০পিস ইয়াবা,কোতয়ালি মডেল থানার এসআই সাইফুল মালেক জানান,শুক্রবার দিবাগত গভীর রাত ১২ টায় গোপন সূত্রে খবর পান দেয়াড়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইয়াবা বেচাকেনা করছে সেখানকার মাদক বিক্রেতারা। রাত সোয়া ১২ টায় সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা বিক্রেতা সাইফুল ইসলাম, আজগর আলী ও রাজু পালানোর চেষ্টার এক পর্যায় ধরা পড়ে। পরে তাদের দখল হতে ১২২পিস ইয়াবা ইয়াবা উদ্ধার করে।

এছাড়া, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা জানান, শুক্রবার রাত সাড়ে ১১ টায় ঝিনাইদহ বারোবাজার এলাকায় টহল ডিউটিতে থাকাকালে গোপনসূত্রে খবর পান চুড়ামনকাটি বাজারস্থ এলাকায় একজন ফেনসিডিল বিক্রেতা ফেনসিডিল বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে পৌছে মহিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করে। পরে তার দখল হতে ২শ’ ৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে আলাদা চারটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে শনিবার পাঠানো হয়েছে।

Development by: webnewsdesign.com