‘থার্টিফার্স্ট নাইট’র অনুষ্ঠান ঘরে করা যাবে

শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯ | ৬:৪২ অপরাহ্ণ

‘থার্টিফার্স্ট নাইট’র অনুষ্ঠান ঘরে করা যাবে

থার্টিফার্স্ট নাইটে সুনির্দিষ্ট কোনও ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ‘থার্টিফার্স্ট নাইটে সন্ধ্যার পর ঘরের বাইরে কনসার্ট বা যেকোনও ধরনের অনুষ্ঠানের ওপর আমাদের নিষেধাজ্ঞা রয়েছে। তবে আপনারা ঘরের মধ্যে, হোটেলে বা বদ্ধ জায়গায় করতে পারবেন। সেক্ষেত্রে পুলিশ আপনাদের নিরাপত্তা দেবে।’
শনিবার (২৮ ডিসেম্বর) চাঁদপুর পৌর এলাকার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০ যুগপূর্তি এবং দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সেখানে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জাবেদ পাটোয়ারী বলেন, ‘থার্টিফার্স্ট পালনে টাইমিংয়ের ব্যাপারে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি মিটিংয়ে নির্দেশনা দিয়ে দিয়েছেন।’
আইজিপি বলেন, ‘বিভিন্ন জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস—যেমন: ১৪ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর পালনের সময় আমরা যেরকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি, থার্টিফার্স্ট নাইটেও সেরকম নেবো।’
পুলিশ প্রধান বলেন, ‘থার্টিফাস্ট নাইটে সুনির্দিষ্ট কোনও ঝুঁকি না থাকলেও সম্ভাব্য যেকোনও ঝুঁকি মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আমরা পুলিশের প্রত্যেকটি ইউনিটকে নির্দেশনা দিয়েছি, থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানগুলো যাতে সঠিকভাবে হতে পারে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা।

Development by: webnewsdesign.com