বাংলাদেশ দ্বিনিয়া মাদরাসা বোর্ডের ৮ম ও ৫ম শ্রেণির ফলাফল প্রকাশ

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ | ৪:২৫ অপরাহ্ণ

বাংলাদেশ দ্বিনিয়া মাদরাসা বোর্ডের ৮ম ও ৫ম শ্রেণির ফলাফল প্রকাশ

২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ দীনিয়া মাদরাসা বোর্ড, ছারছীনা শরীফ এর অধীন ৪৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হাফতম ও দাহম জামাতের কেন্দ্রীয় পরীার ফলাফল ২০১৯ইং প্রকাশিত হয়েছে। সকাল দশটায় বোর্ডের ভাইস চেয়ারম্যান ড. সৈয়দ মুহা. শরাফত আলী, রেজিষ্টার মাওলানা মো. রুহুল আমীন ছালেহী, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ মাহমুদুল মুনীর হামীমসহ বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন দীনিয়া মাদরাসা মুদীরগণের উপস্থিতিতে ফলাফল প্রকাশ করেন। প্রকাশিত ফলাফলে হাফতম জামাতের পাশের হার ৯৬.৩৪% ও দাহম জামাতের পাশের হার ৯৮.২০%। ইতোমধ্যে ফলাফলের কপি সংশ্লিষ্ট কেন্দ্রসমূহে ডাক যোগে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ওয়েব সাইড www.sarsinadarbarsharif.org.bd এ ফলাফল দেখা যাবে।

 

নিম্নে দাহম ও হাফতম জামাতে শীর্ষস্থান অধিকারী ১০টি প্রতিষ্ঠানের তালিকা উল্লেখ করা হলো-
জামাতে হাফতম (৮ম শ্রেণি) সম্মিলিত মেধা তালিকায় সেরা ১০ প্রতিষ্ঠান- ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া, পিরোজপুর। সোনাকান্দা জামেয়ায়ে দীনিয়া মাদরাসা, কুমিল্লা। মোস্তফাপুর খানকায়ে ছালেহিয়া দীনিয়া মাদরাসা, কুমিল্লা। চরপোড়ামুখী দারুস্সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদরাসা, চাঁদপুর।দৈলারচর ছালেহিয়া দীনিয়া কি-ার গার্ডেন মাদরাসা, কুমিল্লা। মোহাম্মদপুর ছালেহিয়া মোহেব্বিয়া দীনিয়া মাদরাসা, ঢাকা। চাঁদপুর দারুস্সুন্নাত দীনিয়া মাদরাসা, চাঁদপুর। আমড়াগাছিয়া দারুস্সুন্নাত খানকায়ে ছালেহিয়া দীনিয়া, বরগুনা। সন্তোষপুর দারুস্সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদরাসা, চাঁদপুর। বৈলতলী দারুস্সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদরাসা, বাগেরহাট।

জামাতে দাহম (৫ম শ্রেণি) সম্মিলিত মেধা তালিকায় সেরা ১০ প্রতিষ্ঠান- ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া, পিরোজপুর। সোনাকান্দা জামেয়ায়ে দীনিয়া মাদরাসা, কুমিল্লা। দৈলারচর ছালেহিয়া দীনিয়া কি-ার গার্ডেন মাদরাসা, কুমিল্লা। জেলা পরিষদ দারুস্সুন্নাত ছালেহিয়া মোহেব্বিয়া দীনিয়া মাদরাসা, নারায়নগঞ্জ। ঢেলাপীর মোহেব্বিয়া দীনিয়া মাদরাসা, সৈয়দপুর। বসন্তপুর দারুস্সুন্নাত মোহেব্বিয়া দীনিয়া মাদরাসা, কুমিল্লা। দক্ষিণ গোলাকান্দাইল দারুস্সুন্নাত ছালেহিয়া মোহেব্বিয়া দীনিয়া মাদরাসা, নারায়নগঞ্জ। পূর্ব ছাগল নাইয়া বাগানবাড়ী ওয়ালি উল্লাহ দীনিয়া মাদরাসা, ফেনী। কোটবাড়ী দারুস্সুন্নাত মোহেব্বিয়া দীনিয়া মাদরাসা, কুমিল্লা। শিবপুর নূরে মোহাম্মাদিয়া হাফেজিয়া দীনিয়া মাদরাসা, কুমিল্লা।

জামাতে হাফতম (৮ম শ্রেণি)সম্মিলিত মেধা তালিকায় (১ম থেকে ১০ম স্থান) পর্যন্ত যারা রয়েছেন-
মোঃ নিয়াজ মাখদুম, মোঃ মামুন, মো. বনিয়ামিন, ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া, পিরোজপুর, মোঃ জাবেদ হোসেন, মোস্তফাপুর খানকায়ে ছালেহিয়া দীনিয়া কমপ্লেক্স, কুমিল্লা, মোঃ শাহীরুল ইসলাম, সোনাকান্দা জামেয়ায়ে দীনিয়া মাদরাসা, কুমিল্লা, মোঃ মাহবুব হাসান, মোঃ মোহেব্বুল্লাহ, মোঃ সৈয়দ জাবেন বিন উবাইদ আল-মুহিম, ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া, পিরোজপুর, মোঃ রফিকুল ইসলাম, সোনাকান্দা জামেয়ায়ে দীনিয়া মাদরাসা, কুমিল্লা, মোঃ মিরাজ, চরপোড়ামুখী দারুস্সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদরাসা, চাঁদপুর।
জামাতে দাহম (৫ম শ্রেণি) সম্মিলিত মেধা তালিকায় ১ম থেকে ১০ম স্থান পর্যন্ত যারা রয়েছেন-
মো. আমানুল্লাহ, ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া, পিরোজপুর, মো. আবু সায়েম, পূর্ব ছাগল নাইয়া বাগানবাড়ী ওয়ালি উল্লাহ দীনিয়া মাদরাসা,ফেনী, মো. মাসুম বিল্লাহ, সোনাকান্দা জামেয়ায়ে দীনিয়া মাদরাসা, কুমিল্লা, মো. আলিউল, জেলা পরিষদ দাঃ ছাঃ মোহেব্বিয়া দীনিয়া মাদরাসা, নারায়নগঞ্জ, মো. শাহিন আলম, মো. গোলাম রাব্বি, বসন্তপুর দারুস্সুন্নাত মোহেব্বীয়া দীনিয়া মাদরাসা, কুমিল্লা, মো. আলিফ শেখ মাহফুজ, জেলা পরিষদ দাঃ ছাঃ মোহেব্বিয়া দীনিয়া মাদরাসা, নারায়নগঞ্জ, মো. শাহ্ জালাল, গাজীপুর শাহ মোহেব্বিয়া দীনিয়া মাদরাসা, বরগুনা, মো. শরীফ ইমরান, মো. আরিফুল ইসলাম, সোনাকান্দা জামেয়ায়ে দীনিয়া মাদরাসা, কুমিল্লা।

উল্লেখ্য যে, বাংলাদেশের অধিকাংশ মাদরাসায় আকীদা, এলমী ও আমলী অবনতির প্রেেিত ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা মুজাদ্দেদে যামান হযরত মাওলানা শাহ্ আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) ছারছীনা শরীফের পুরাতন মাদরাসার নব নির্মিত ভবনে কাদীম নেছাবের একটি মাদরাসা ১৯৮৫ইং সনে প্রতিষ্ঠা করেন। ১৯৯৯ইং সনে উহাকে দীনিয়া নামে বর্তমান হযরত পীর ছাহেব কেবলা হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) ব্যাপকতা প্রদান করেন এবং ২০০৫ইং সনে বাংলাদেশ দীনিয়া মাদরাসা বোর্ড প্রতিষ্ঠা করেন। শুরু হয় সারা দেশে দীনিয়া নেসাবে মাদরাসা প্রতিষ্ঠার আন্দোলন। এ পর্যন্ত ছোট বড় মিলিয়ে প্রায় তিন হাজারেরও বেশী দীনিয়া মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। যাতে প্রায় লাধিক ছাত্র অধ্যয়নরত আছে।

Development by: webnewsdesign.com