ঐতিহ্যবাহী রেঙ্গা মাদ্রাসার ৩ দিন ব্যাপী সম্মেলন শুরু

বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯ | ৭:৪৭ অপরাহ্ণ

ঐতিহ্যবাহী রেঙ্গা মাদ্রাসার ৩ দিন ব্যাপী সম্মেলন শুরু

সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার শতবার্ষিকী ও দস্তারবন্দী মহাসম্মেলন আজ বুধবার থেকে শুরু হয়েছে। ৩ দিন ব্যাপী এ মহাসম্মেলন শেষ হবে আগামী শুক্রবার। সম্মেলনের প্রথম দিন দেশের প্রত্যন্ত অঞ্ছল থেকে মাদ্রাসার সাবেক ছাত্রদের পচারনায় এক মিলন মেলায় পরিণত হয়েছে। হাজার হাজার ছাত্র ও বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের পদচারনায় মাদ্রাসা এলাকা যেন এক উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রথম দিনের ৩য় অধিবেশনে উপমহাদেশের শ্রেষ্ঠ শায়খুল হাদিছ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি আল্লামা হাফিজ তাফাজ্জুল হক হবিগঞ্জী বলেছেন, আমরা আজ নির্মমভাবে নির্যাতিত হচ্ছি। কারণ আমরা আমাদের উত্তরসূরীদের পথ ছেড়ে দিয়ে ডানে বায়ে তাকাচ্ছি। আমরা আমাদের উত্তরসূরীদের পথ ও মত অনুসরণ করলে আমাদের সফলতা আসবে।

Development by: webnewsdesign.com