১০ মিনিটে ৩০০ অংক!

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ | ৬:৩০ অপরাহ্ণ

১০ মিনিটে ৩০০ অংক!

ভারতীয় অ্যারিথমেটিক জিনিয়াস প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে কলকাতার বেলঘরিয়া অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী অনুলগ্না বসু। রবিবার রাষ্ট্রীয় গণিত দিবসে চেন্নাইয়ে আয়োজিত পাটিগণিতের ওপর এই প্রতিযোগিতায় ১০ মিনিটে ৩০০ অঙ্ক কষে নজর কেড়েছে সে। রাজ্য স্তরে দ্বিতীয় হওয়ার পর জাতীয় স্তরের জন্য মনোনীত হয় অনুলগ্না।

ভারতের ২০টি রাজ্যের ছাত্রছাত্রীরা অংশ নেয় সিপ অ্যাবাকাস আয়োজিত এই প্রতিযোগিতায়। বাংলা থেকে প্রতিনিধিত্ব করে ৯ জন। মহিলা হিসেবে অনুলগ্না একাই। গত বছর ১০ মিনিটে ২০০ অঙ্ক কষে সারা বাংলায় হওয়া এই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিল সে।

অনুলগ্না শুধু অঙ্ক বা পড়াশোনায় নয়, ক্যারাটে, সাঁতারেও যথেষ্ট পারদর্শী। ওকে শুভেচ্ছা জানিয়েছেন দমদমের সাংসদ সৌগত রায় ও বিধানসভার মুখ্যসচেতক নির্মলকান্তি ঘোষ।

Development by: webnewsdesign.com