মাগুরা বিআরটিএ অফিসে হাজারো ড্রাইভিং লাইসেন্স আটকা : জনভোগান্তি

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ | ৮:২৬ অপরাহ্ণ

মাগুরা বিআরটিএ অফিসে হাজারো ড্রাইভিং লাইসেন্স আটকা : জনভোগান্তি

মাগুরা বিআরটিএ অফিসে দীর্ঘ এক বছর ধরে হাজার হাজার ড্রাইভিং লাইসেন্স আটকা পড়ে আছে। সরকারের নতুন মোটরযান আইনে ড্রাইভিং লাইসেন্স না থাকার জন্য ড্রাইভারদের গুনতে হবে বড় অংকের জরিমানা। সেই ভয়ে অনেকে তাদের কাঙ্খিত লাইসেন্সটি হাতে পাওয়ার জন্য সকাল থেকেই ভিড় জমান বিআরটিএর অফিসে। কেউ বা বিদেশে যাবেন সেজন্য মাসের-পর-মাস ঘুরছেন বিআরটিএর বারান্দা দিয়ে, কিন্তু বিআরটিএর কর্মকর্তারা শুধুই আশ্বাস দিয়ে তাদের শান্ত রেখেছেন।

 

তেমনি একজন ভুক্তভোগী মাগুরার নিজনান্দুয়ালী গ্রামের আমিনুল ইসলাম গত সেপ্টেম্বর মাসে তার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কথা ছিল, কুয়েতের ড্রাইভিংভিসা রেডি, অনেকবার বিআরটিএ অফিসে গিয়েছেন, কিন্তু কোন লাভ হয়নি, সপ্তাহ মাস করে এই বছর কাটিয়ে দিচ্ছে।

এ ব্যাপারে মাগুরা বিআরটিএ অফিসের মোটরযান পরিদর্শক রবিউল ইসলাম জানান, “সমস্যাটি আসলে কেন্দ্রীয়ভাবে, কেন্দ্র থেকেই নতুন ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট বন্ধ আছে। লাইসেন্স প্রিন্ট এর ব্যাপারে মাগুরা বিআরটিএর কোন হাত নেই, আমরা সবার তথ্যই ঢাকায় পাঠিয়ে দিয়েছি”।
এদিকে ভুক্তভোগী মানুষজন দাবি জানান, সমস্যা যারই হোক- তা যেন দ্রুত সমাধানের ব্যবস্থা করা হয়।

Development by: webnewsdesign.com