ছারছীনায় তিনদিনব্যাপী মাহফিল শুরু বুধবার

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ | ৮:২১ অপরাহ্ণ

ছারছীনায় তিনদিনব্যাপী মাহফিল শুরু বুধবার

পবিত্র ঈদ-ই-মীলাদুন্নবী (সাঃ) উদ্যাপন ও ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদ্বয়ের স্মরণে কুমিল্লার মোস্তফাপুর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে তিনদিনব্যাপী ৫ম ঈছালে ছাওয়াব ওয়াজ মাহফিল ও জেলা সম্মেলন ২৫ ডিসেম্বর রোজ বুধবার থেকে শুরু হবে। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আমীরে হিযবুল্লাহ, মুজাদ্দিদে জামান, কুত্ববুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)। মাহফিলে উপমহাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ ওয়াজ নসীহত করবেন।

 

এছাড়াও মাহফিলের ১ম দিন সকাল ১০টায় বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ও ২য় দিন বাদ যোহর বাংলাদেশ যুব হিযবুল্লাহর সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ২৭ ডিসেম্বর রোজ শুক্রবার বাদ জুমআ হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করবেন ইনশাআল্লাহ।
উল্লেখ্য মাহফিলের স্থান হলো কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে ১ কিঃমিঃ পূর্ব দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংলগ্ন।

Development by: webnewsdesign.com