আকাশপথে কবুতরের দৌড় প্রতিযোগিতা!

রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯ | ৮:১৩ অপরাহ্ণ

আকাশপথে কবুতরের দৌড় প্রতিযোগিতা!

মৌলভীবাজারের বড়লেখা থেকে বাক্সবন্দি করে শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া মাঠে আনা হয় ৬০টি কবুতর। এরপর তাদের ছেড়ে দেওয়া হয় আকাশে। এসব কবুতরের গন্তব্য ৬৫ কিলোমিটার দূরের বড়লেখা। সেখানে কবুতরের মালিকরা তাদের অপেক্ষায় রয়েছেন। যার কবুতর আগে পৌঁছাবে তিনিই হবেন জয়ী। কবুতরগুলোর পায়ে একটি নম্বর দেওয়া আছে। সেটা দেখেই ঠিক করা হবে বিজয়ীর নাম।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠে আয়োজন করা হয় ভিন্ন ধরনের কবুতরের দৌড় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড।

বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উপদেষ্টা ও প্রতিযোগিতার বিচারক বদরুল ইসলাম বলেন, ২১ নভেম্বর কবুতরের দৌড় প্রতিযোগিতা শুরু হয়। বিভিন্ন রাউন্ড ঘুরে শনিবার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতায় অনেক কবুতরপ্রেমী অংশ নিয়েছেন।
তিনি বলেন, ‘মাদক থেকে দূরে রাখতে কবুতর প্রতিযোগিতা শুর করি। এই প্রতিযোগিতা দেখে তরুণরা কবুতর পালনে উৎসাহী হবে। লেখাপড়ার পাশাপাশি তরুণরা কবুতর লালন-পালন করে সেগুলো বিক্রি করে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বীও হতে পারে।’
তিনি আরও বলেন, জয়ী নির্ধারণ করা সময়ের ব্যাপার। তাই ফলাফল দিতে আরও ২/১ দিন সময় লাগবে।

Development by: webnewsdesign.com