মহান বিজয় : দিবসের প্রধান সম্পাদকের শুভেচ্ছা

রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯ | ১২:৪৬ অপরাহ্ণ

মহান বিজয় : দিবসের প্রধান সম্পাদকের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
লাখ লাখ প্রাণের আত্মত্যাগ এবং এক নদী রক্তের বিনিময়ে অর্জিত মহান বিজয়ের ৪৮ বছর পূর্ণ হলো আজ। আজ মহান বিজয়ের ৪৯ তম দিবস। দিবসটি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন দৈনিক বাংলাদেশ মিডিয়ার প্রধান সম্পাদক ও মা কোম্পানীর এমডি মো. আলী হোসেন সরকার।
এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, বাঙালির স্বাধীনতার ইতিহাসে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন দীর্ঘ নয় মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে তা এই দিনে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে পরিপূর্ণতা পায়। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
আলী হোসেন সরকার আরো বলেন, বিজয়ের ৩৯তম দিবসকে সামনে রেখে দলমত নির্বিশেষে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় একটি সুখী, সুন্দর, শান্তিময় ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের লক্ষ্য

Development by: webnewsdesign.com